অদ্য ০১-০৭-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলায় অবস্থিত জোবাইদা করিম জুট মিল লিমিটেড, বাখুণ্ডা, সদর, ফরিদপুর এর কারখানায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে উক্ত প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত জুট ব্যাগস ফর প্যাকিং ৫০ কেজি ফুড গ্রেইনস, হেসিয়েন জুট ব্যাগস ফর প্যাকিং ৩০ কেজি ফুড গ্রেইনস, হেসিয়েন জুট ব্যাগস ফর রাইস এন্ড পালস এবং টেক্সটাইল লাইট ওয়েট জুট স্যাকিং ব্যাগস ফর প্যাকিং ৫০ কেজি ফুড গ্রেইনস পণ্যের অনুকূলে দ্রুত গুণগত মানের লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব তালাত মাহমুদ, উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মহোদয়ের নেতৃত্বে জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস