Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ০২-০৩-২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে অদ্য ০২-০৩-২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।

উক্ত সার্ভিল্যান্স নিম্ন লিখিত প্রতিষ্ঠান সমূহে পরিচালনা করা হয়।

১. রুপা ফুড প্রোডাক্টস, কানাইপুর, সদর, ফরিদপুর (পণ্য: চিপস/ক্র‍্যাকার্স, চানাচুর)

২. হীরা ফুড প্রোডাক্টস, ভেলাবাজ, কৃষ্ণনগর, কানাইপুর, সদর, ফরিদপুর (চানাচুর, ব্রেড, বিস্কুট)

৩. হাক্কানী ব্রিক ফিল্ড, ছেনাপচা, কানাইপুর, সদর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)

৪. ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার, রাজবাড়ী রাস্তার মোড়, সদর, ফরিদপুর (কারখানা: শোভারামপুর, সদর, ফরিদপুর) (পণ্য: ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট)

৫. ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, রাজবাড়ী রাস্তার মোড়, সদর, ফরিদপুর (কারখানা: কানাইপুর, সদর, ফরিদপুর (পণ্য: ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট)

৬. স্বপ্ন সুপার শপ, সদর, ফরিদপুর এর ওজনযন্ত্র ও বিভিন্ন পণ্য বিশেষ করে রমজানের পণ্যসমূহ তদারকি করা হয়।

উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী পরিচালক ( মেট), জনাব প্রকৌ: শশী কান্ত দাস,সহকারী পরিচালক (সিএম),  জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট) ও জনাব এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম)  দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/03/2025
আর্কাইভ তারিখ
01/03/2027