@ বিএসটিআই, ফরিদপুর @
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ)
অদ্য ০২-০৬-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে নিম্ন লিখিত প্রতিষ্ঠান সমূহকে তাদের উৎপাদিত পণ্যের অনুকূলে দ্রুত গুণগত মানের এবং প্যাকেজের লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়।
১. মা ফ্লাওয়ার মিল,কানাইপুর, ফরিদপুর কে ভূষি পণ্যের দ্রুত লাইসেন্স নবায়ন করার জন্যে পরামর্শ দেওয়া হয়।
২. রূপা ফুড প্রোডাক্টস, কানাইপুর, সদর, ফরিদপুর এ চিপস ও চানাচুর পন্যের অন্যান্য ব্রান্ড গুলো সংযোজনের জন্যে পরামর্শ দেওয়া হয়।
৩. হীরা ফুড প্রোডাক্টস, ইশিবপুর, কানাইপুর, ফরিদপুর চানাচুর, বিস্কুট, পাউরুটি, কেক পণ্যের লাইসেন্স নবায়নের জন্যে পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া ১) হোসেন ফিলিং স্টেশন, করিমপুর, কানাইপুর, ফরিদপুর,
২) পারিশা ফিলিং স্টেশন, মাঝকান্দি, মধুখালী ফরিদপুর এবং ৩) মোজাফফর ফিলিং স্টেশন, করিমপুর কানাইপুর ফরিদপুর এ পেট্রোল অকটেন ও ডিজেল ইউনিটে কম পাওয়ায় নিয়মিত মামলা করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম), জনাব মিথুন দাস সহকারী পরিচালক (মেট), জনাব আলেয়া খাতুন, সহকারী পরিচালক (মেট), জনাব তাপস সরকার,ঊর্ধ্বতন পরীক্ষক (রসায়ন) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস