*বিএসটিআই, ফরিদপুর*
*মোবাইল কোর্ট*
**স্থান: মুকসুদপুর, গোপালগঞ্জ
জরিমানাঃ ১০,০০০/-**
অদ্য ০৩.১০.২০২৩ খ্রিঃ তারিখে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত আদালতে নিম্নবর্নিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছেঃ
১। মেসার্স রিশাতলা ফিলিং স্টেশন, মুকসুদপুর, গোপালগঞ্জ এ একটি পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিট পরিমাপ করে সঠিক পাওয়া যায়।
২। মেসার্স মাহিয়া এন্টারপ্রাইজ, সালিনাবক্স , মুকসুদপুর, গোপালগঞ্জ এ ব্যবহারকৃত লিটার মেজার্স এর বৈধ ভেরিফিকেশন সনদ না নিয়ে তেল বিক্রি করায় ১০,০০০৳ জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব অমিত কুমার সাহা, সহকারী কমিশনার( ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, মুকসুদপুর, গোপালগঞ্জ মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর। জনস্বার্থে বিএসটিআই ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস