ভোক্তা সাধারণের জন্যে স্বাস্থ্যসম্মত, গুণগত মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে অদ্য ০৪.০২.২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ
১। মেসার্স জমাদ্দার এন্টারপ্রাইজ, সি এন্ড বি ঘাট, সদর, ফরিদপুর এর লিটার মেজার্স পরিমানযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ব্যবহার করায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" এর ৩২(১)/৪৮ ধারা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ৫,০০০/- জরিমানা করা হয়।
২। নিউ মুসলিম বেকারী, বাকীগঞ্জ, সদর, ফরিদপুর এর কারখানা যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯" মোতাবেক ১২,০০০/- জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব মোঃ তন্ময় ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর।
জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস