বিএসটিআই, ফরিদপুর
মোবাইল কোর্ট
**স্থান: সদর ও মধুখালী, ফরিদপুর
জরিমানাঃ ১,৩০,০০০/-
ভোক্তা সাধারণের জন্যে স্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে অদ্য ০৪.০৬.২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর ও মধুখালী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ
১। মেসার্স মমতাজ ফিলিং স্টেশন, কানাইপুর, সদর, ফরিদপুর এর অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে যথাক্রমে ১৫০ মি:লি: ও ৭০ মি:লি: কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮"এর ২৯/৪৬ ধারা মতাবেক ৩০,০০০/- জরিমানা করা হয়।
২। মেসার্স হোসেন ফিলিং স্টেশন, কানাইপুর, সদর, ফরিদপুর এর অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে যথাক্রমে ১২০ মি:লি: কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮"এর ২৯/৪৬ ধারা মতাবেক ৫০,০০০/- জরিমানা করা হয়।
৩। মেসার্স পারিশা ফিলিং স্টেশন, মাইজকান্দি, মধুখালী, ফরিদপুর এর ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে যথাক্রমে ৭০ মি:লি: কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮"এর ২৯/৪৬ ধারা মতাবেক ৫০,০০০/- জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব মো: সাজিদ-উল-মাহমুদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর ও জনাব খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর।
জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস