অদ্য ০৫/০২/২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহ হতে কারখানা সার্ভিল্যান্স এবং বাজার সার্ভিল্যান্স এর মাধ্যমে নমুনা বিনা পরীক্ষণ ফিতে পরীক্ষণের জন্য সীল করা হয়-
১। কেবি অয়েল মিল, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর (সরিষার তেল)
২। বিশ্বাস অয়েল মিল, কানাইপুর বাজার, সদর, ফরিদপুর (সরিষার তেল)
৩। শেফ ফুড ইন্ডাস্ট্রিজ, কানাইপুর, সদর, ফরিদপুর (এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্লেভারড ড্রিংকস)
৪। বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার, ভাংগা রাস্তার মোড়, সদর, ফরিদপুর (ঘি, ফার্মেন্টেড মিল্ক)
৫। বাগাট ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, ভাংগা রাস্তার মোড়, সদর, ফরিদপুর (ঘি, ফার্মেন্টেড মিল্ক)
৬। শুকরিয়া বেকারী, তাম্বুলখানা, সদর, ফরিদপুর (মুড়ি, বিস্কুট, ব্রেড)
৭। বাজারপল্লী, শ্রীঅঙ্গন, সদর, ফরিদপুর (মধু)
৮। সোনালী টি হাউজ, হাজী শরীয়তুল্লাহ বাজার, সদর, ফরিদপুর (ব্ল্যাক টি)
উক্ত অভিযানটি পরিচলনা করেন অত্রাফিসের কর্মকর্তা প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস