অদ্য ০৫-০৭-২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই জেলা অফিস ফরিদপুর - এর উদ্যোগে ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর বাজারের এলাকায় পণ্য মোড়কজাতকরণ ও ওজনযন্ত্র যাচাইয়ের উদ্দ্যেশ্যে একটি স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত স্কোয়াড অভিযানের প্রতিষ্ঠান সমূহ :
১. নিভা ডাউল মিল, কানাইপুর, সদর, ফরিদপুর
২.কুমুদিনী ডাউল মিল, কানাইপুর, সদর, ফরিদপুর
৩.শেফ ফুড প্রোডাক্টস্, কানাইপুর, সদর, ফরিদপুর
৪.বর্ষা অটো রাইচ মিল, কানাইপুর, সদর, ফরিদপুর
৫.আকাশ অটো রাইচ মিলস্, কানাইপুর, সদর, ফরিদপুর
৬.মা অটো ফ্লাওয়ার মিলস্, কানাইপুর, সদর, ফরিদপুর
৭.রূপা ফুড প্রোডাক্টস্, কানাইপুর, সদর, ফরিদপুর
৮.হীরা ফুড প্রোডাক্টস্, কানাইপুর, সদর, ফরিদপুর
৯.নেক্সাস ফুড এন্ড বেভারেজ, কানাইপুর, সদর, ফরিদপুর
উক্ত প্রতিষ্ঠানসমূহের মোড়কজাতবিহীন পণ্যের সনদ দ্রুত গ্রহনের জন্য তাগিদ দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের মিটার স্কেল ভেরিফিকেশন করে সঠিক পাওয়া যায় ও ভেরিফিকেশন সনদ দেওয়া হয়। দেওয়া হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জনাব মো: হাসিবুর রহমান পরিদর্শক (মেট্রোলজি), ও জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট্রোলজি).
* জনস্বার্থ রক্ষার্থে এই ধরনের অভিযান
অব্যাহত থাকবে ।*
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস