Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ০৫.০৩.২০২৪ খ্রিঃ তারিখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছেঃ
বিস্তারিত

*বিএসটিআই, ফরিদপুর*

*মোবাইল কোর্ট*

 **স্থান: গোয়ালন্দ ও সদর, রাজবাড়ী

জরিমানাঃ ১২,০০০/-**  


অদ্য ০৫.০৩.২০২৪ খ্রিঃ তারিখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছেঃ



১। মেসার্স ভিক্টর ফিডস লিমিটেড, জমিদার ব্রিজ, গোয়ালন্দ, রাজাবড়ী এর পোল্ট্রি ফিড ও ফিস ফিড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা মোতাবেক ১০,০০০/- জরিমানা করা হয়।


২। মেসার্স মোহন এন্টারপ্রাইজ, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর লিটার মেজার্সের বৈধ ভেরিফিকেশন সনদ ও স্টাম্প প্রদর্শন করতে না পারায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২(১)/৪৮ ধারা মোতাবেক ২,০০০/- জরিমানা করা হয়।


৩। মেসার্স সপ্তবর্ণা ফিলিং স্টেশন, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর পেট্রোল, ডিজেল ও অকটেন এর সবগুলো ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ সঠিক পাওয়ায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।



মোবাইল কোর্টটি জনাব নাহিদ আহমেদ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী ও জনাব সাদ আহম্মেদ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর। জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
05/03/2024
আর্কাইভ তারিখ
04/03/2025