অদ্য ০৭-১১-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর ও ভাংগা উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে ভোক্তা সাধারণের স্বাস্থ্যগত দিক বিবেচনায় কতিপয় প্রতিষ্ঠানে সরিজমিনে পরিদর্শন করা হয়।
১. সুইট রেস্তোরাঁ এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, ভাংগা রাস্তার মোড়, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান থেকে কোনো প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের জার নেওয়া ও ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।
২. নিরাময় হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার (প্রাঃ), পূর্ব খাবাসপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান থেকে কোনো প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের জার নেওয়া ও ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।
৩. নিউ স্টার কাবাব হোটেল এন্ড রেস্টুরেন্ট, পশ্চিম খাবাসপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান থেকে কোনো প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের জার নেওয়া ও ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।
এছাড়াও ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ভাংগা বাজারে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্ষতিকারক মার্কারি ও হাইড্রোকুইননযুক্ত ত্বকের রঙ ফর্সাকারী স্কিন ক্রিম পণ্যের উপর জনসচেতনতামূলক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সাহেরা কসমেটিক্স, ভাংগা বাজার, ফরিদপুর; সোহাগ কসমেটিক্স, ভাংগা বাজার, ফরিদপুর; খান কসমেটিক্স, ভাংগা বাজার, ফরিদপুর; চাকলাদার স্টোর, ভাংগা বাজার, ফরিদপুর; রেজাউল স্টোর, ভাংগা বাজার, ফরিদপুর; আনিছ কসমেটিক্স, মনোহারীপট্টি, ভাংগা বাজার, ফরিদপুর; উত্তম স্টোর, ভাংগা বাজার, ফরিদপুর; বলাই স্টোর, ভাংগা বাজার, ফরিদপুর সহ আরো অন্যান্য কসমেটিকস পণ্যের বিক্রেতা প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ ও নকল কসমেটিকস বিক্রয় ও বিতরণ করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয় এবং এ বিষয়ে একটি লিফলেট বিতরণ করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস