*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
----------------------------------------------
অদ্য ০৮-০৮-২০২৩ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার মধুখালী ও সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ১২ টি অবৈধ প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ:
১. পারিশা ফুড প্রোডাক্টস, মাইজকান্দি, মধুখালী, ফরিদপুর (পণ্য: চানাচুর, চিপস)
২. বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার, বাগাট, মধুখালী, ফরিদপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক, চানাচুর)
৩. বাগাট বিপা সুইটস, বাগাট বাজার, মধুখালী, ফরিদপুর (পণ্য: ফার্মেন্টেড মিল্ক)
৪. বাগাট ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, বাগাট বাজার, মধুখালী, ফরিদপুর (পণ্য: ফার্মেন্টেড মিল্ক)
৫. বাগাট কৃষ্ণ দধি ঘর, বাগাট বাজার, মধুখালী, ফরিদপুর (পণ্য: ফার্মেন্টেড মিল্ক)
৬. বাগাট বিউটি সুইটস, বাগাট বাজার, মধুখালী, ফরিদপুর (পণ্য: ফার্মেন্টেড মিল্ক, ঘি)
৭. ফরিদপুর সুগার মিল, মধুখালী, ফরিদপুর (পণ্য: প্ল্যান্টেশন হোয়াইট সুগার)
৮. আপছার ফুড প্রোডাক্টস, জামালপুর, মধুখালী, ফরিদপুর (পণ্য: মুড়ি, কেক)
৯. হায়াত কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আলীপুর, সদর, ফরিদপুর (পণ্য: টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট পাউডার)
১০. হায়াত পিওর ড্রিংকিং ওয়াটার, আলীপুর, সদর, ফরিদপুর (পণ্য: ড্রিংকিং ওয়াটার)
১১. এমবি বেকারী, অম্বিকাপুর বাজার, সদর, ফরিদপুর (পণ্য: বিস্কুট, ব্রেড)
১২. মামা ভাগনে বেকারী, অম্বিকাপুর বাজার, সদর, ফরিদপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক, চানাচুর)
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব আব্দুল মতিন, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস