*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
*(পণ্যের মান নিয়ন্ত্রণ)*
----------------------------------------------
অদ্য ০৯-০৬-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় অবস্থিত "স্বপ্ন সুপার শপ" এর আলীপুর শাখার আউটলেটে একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত/আমদানিকৃত/বাজারজাতকৃত সয়া সস, চাইল্ড ডায়পার, ফেইসওয়াশ, ফেইসপ্যাক প্রভৃতি পণ্যসমূহে বিএসটিআইয়ের গুণগত মানের লোগো না থাকায় পণ্যসমূহ অনতিবিলম্বে বিক্রয় বন্ধ করার পরামর্শ দেওয়া হয় এবং পরবর্তীতে যেসব পণ্যের বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক, সেসব পণ্যে বিএসটিআইয়ের লোগো মুদ্রিত থাকলে তবেই বিক্রয় করার জন্য পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিযান বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব তালাত মাহমুদ, উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মহোদয়ের নেতৃত্বে জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস