**বিএসটিআই, ফরিদপুর *
***মোবাইল কোর্ট***
(ওজন ও পরিমাপ যাচাই)
অদ্য ১০.০৫.২০২৩ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও বোয়ালমারী উপজেলা প্রশাসন এর সমন্বয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ:
(১) নিউ আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট,বোয়ালমারী, ফরিদপুর এর ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) এর লেবেলে উৎপাদনের তারিখ ,মেয়াদ উত্তীর্ণের তারিখ,খুচরা মূল্য ইত্যাদি না থাকাই "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" অনুযায়ী ২৪/৪১ ধারায় ১,০০০/- ( এক হাজার) টাকা জরিমানা করা হয়।
(২) মেসার্স মোল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট,বোয়ালমারী, ফরিদপুর প্রতিষ্ঠানটির দইয়ের লেবেলে উৎপাদনের তারিখ , মেয়াদ উত্তীর্ণের তারিখ,সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি না থাকায়" ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ "অনুযায়ী ২৪/৪১ ধারায় ১০০০/- টাকা জরিমানা করা হয়।
(৩) মেসার্স সূর্যমুখী সুইট, বোয়ালমারী,ফরিদপুর প্রতিষ্ঠানটির উৎপাদনের তারিখ , মেয়াদ উত্তীর্ণের তারিখ,সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ "অনুযায়ী ২৪/৪১ ধারায় ১০০০/- টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোশারেফ হোসাইন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোসা: আলেয়া খাতুন,সহকারী পরিচালক (মেট) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস