Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ১১-০২-২০২৪ খ্রিঃ তারিখে মাদারীপুর জেলার সদর ও কালকিনি উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
বিস্তারিত

*@ বিএসটিআই, ফরিদপুর @*  

*সার্ভিল্যান্স অভিযান* 

*(পণ্যের মান নিয়ন্ত্রণ)* 

----------------------------------------------

অদ্য ১১-০২-২০২৪ খ্রিঃ তারিখে মাদারীপুর জেলার সদর ও কালকিনি উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত সার্ভিল্যান্স অভিযানে নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহকে তাদের উৎপাদিত পণ্যের অনুকূলে দ্রুত গুণগত মানের লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়। 


১. সাফওয়ান বেকারী, মস্তফাপুর, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

২. রহমান বেকার্স, মস্তফাপুর, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

৩. বিসমিল্লাহ ফুড প্রোডাঃ, মস্তফাপুর, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

৪. বায়জিত বেকারী, ধোয়াসার, ডাসার, কালকিনি, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

৫. নিউ স্টার বেকারী, ধুলুগ্রাম বাজার, ডাসার, কালকিনি, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

৬. সেভেন গোলস বেকারী, আদর্শনগর, কুলপদ্দি, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

৭. ভাই ভাই বেকারী, কুলপদ্দি বাজার, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

৮. কিউ কে বেকারী, টিবি হসপিটাল রোড, কালীখোলা, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

৯. নিউ স্টার মেহেদী বেকারী, পাকা মসজিদ, মহিষের চর, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

১০. মধুমতি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, কুলপদ্দি চৌরাস্তা, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

১১. ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, চরমুগুরিয়া, পোস্ট অফিসের সামনে, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

১২. শাহ মাদার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, দুধখালী, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)

১৩. অরবিটাল ফুড প্রোডাঃ, পূর্বরাস্তি, কাঠপট্টি, সদর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, ব্রেড, কেক)


উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব আব্দুল মতিন, সহকারী পরিচালক (সিএম) ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/02/2024
আর্কাইভ তারিখ
23/02/2025