অদ্য ১১-১১-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর ও নগরকান্দা উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে ভোক্তা সাধারণের স্বাস্থ্যগত দিক বিবেচনায় কতিপয় প্রতিষ্ঠানে সরিজমিনে পরিদর্শন করা হয়।
১. আপন ফ্লাওয়ার মিল, বিসিক শি/ন, কানাইপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে উৎপাদিত আটা, ময়দা ও ভুষি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ দেওয়া হয়।
২. এসটাটা আইটি লিমিটেড, বিসিক শি/ন, কানাইপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের স্মার্ট সুইচ ও লাইট বাল্ব পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
৩. মোসলেম অটো ফ্লাওয়ার মিল, কবিরপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে উৎপাদিত আটা, ময়দা ও ভুষি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ দেওয়া হয়।
৪. গোল্ডেন লাইন পরিবহণ, গোয়ালচামট, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান থেকে কোনো প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের জার নেওয়া ও ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।
৫. জোবাইদা করিম জুট মিল লিমিটেড, জোয়ার, বাখুণ্ডা, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে উৎপাদিত জুট ব্যাগস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
৬. এ. এম জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তালমা, নগরকান্দা, ফরিদপুর প্রতিষ্ঠানে উৎপাদিত জুট ব্যাগস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস