Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ১৩-০৭-২০২৩ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
বিস্তারিত

*@ বিএসটিআই, ফরিদপুর @*  

*সার্ভিল্যান্স অভিযান*  

----------------------------------------------

অদ্য ১৩-০৭-২০২৩ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়। 


উক্ত অভিযানে ০৭ টি অবৈধ প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ:

১. আল্লার দান বেকারী, পরানপুর, খলিলপুর, সদর, ফরিদপুর (পণ্য: ব্রেড, বিস্কুট, কেক)

২. বি.কে বনফুল বেকারী, কালিতলা বাজার, হাটগোবিন্দপুর, সদর, ফরিদপুর (পণ্য: ব্রেড, বিস্কুট, কেক)

৩. ভাষান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ধুলদী রেলগেট বাজার, সদর, ফরিদপুর (পণ্য: ব্রেড, বিস্কুট, কেক)

৪. মমিন বেকারী, ধুলদী রেলগেট, সদর, ফরিদপুর (পণ্য: ব্রেড, বিস্কুট, কেক)

৫. আজিজ পাইপস লিমিটেড, সুলতানপুর, সদর, ফরিদপুর (পণ্য: ইউ পিভিসি পাইপ)

৬. জাহিদ ইন্ডাস্ট্রিজ, মাচ্চর, ধুলদী, সদর, ফরিদপুর (পণ্য: চিপস, চানাচুর, মুড়ি)

৭. নূর প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, ডোমরাকান্দি, সদর, ফরিদপুর (পণ্য: ইউ পিভিসি পাইপ)


উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব আব্দুল মতিন, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/07/2023
আর্কাইভ তারিখ
12/07/2024