*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
----------------------------------------------
অদ্য ১৩-০৯-২০২৩ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ০৯ টি অবৈধ প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করে মোড়কজাত লাইসেন্স ও সিএম গ্রহণ/নবায়নের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ:
১. নিউ ভাই ভাই বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ময়েনদিয়া বাজার, বোয়ালমারী, ফরিদপুর।
২. নিউ আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট, বোয়ালমারী, ফরিদপুর
৩. সূর্যমুখী সুইটস,বোয়ালমারী, ফরিদপুর
৪. রাজদূত হোটেল এন্ড রেস্টুরেন্ট, শুকতারা হোটেল এন্ড রেস্টুরেন্ট, বোয়ালমারী, ফরিদপুর
৫. আশরাফ ব্রেড, সাতইর বাজার, বোয়ালমারী, ফরিদপুর
৬. বায়েজিদ বেকারি, বোয়ালমারী, ফরিদপুর
৭.উৎসব ফুড প্রোডাক্টস, বোয়ালমারী, ফরিদপুর।
৮.এম. এইচ গোল্ডেন জুট মিলস, কলারোন, বোয়ালমারী, ফরিদপুর।
৯. আর এম এস ব্রিকস, বোয়ালমারী, ফরিদপুর।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মিথুন দাস, সহকারী পরিচালক (মেট) এর নেতৃত্বে জনাব মোসা: আলেয়া খাতুন, সহকারি পরিচালক(মেট) ও জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক ( মেট) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস