Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ১৪-০৩-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিস্তারিত

**বিএসটিআই, ফরিদপুর

***মোবাইল কোর্ট*** 

স্থান: মধুখালী,  ফরিদপুর

( ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)


পবিত্র রমজান মাসে সকল ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক ওজন ও পরিমাপ ও ভোক্তাসাধারণের মান সম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণে  অদ্য ১৪-০৩-২০২৪  খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়  একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত আদালতে মধুখালী বাজারের ফল, সবজি ও মাছ-মাংস ও অন্যান্য দোকানসমূহের ওজনযন্ত্র যাচাই করে পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ দেওয়া হয়। এছাড়াও পুরো মাহে রমজান জুড়ে ওজনে সঠিক দেওয়ার অনুরোধ জানানো হয়। এ মোবাইল কোর্টে কোনো জরিমানা হয়নি।

মোবাইল কোর্টটি জনাব মামুনুর আহমেদ অনীক, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মো: খালিদ হাসান পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর।

 জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/03/2024
আর্কাইভ তারিখ
13/03/2025