Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ১৪.০৫.২০২৩ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও ফরিদপুর জেলা প্রশাসন এর সমন্বয়ে ফরিদপুর জেলার সদর উপজেলায় এক
বিস্তারিত

**বিএসটিআই, ফরিদপুর *

     ***মোবাইল কোর্ট***

     (ওজন ও পরিমাপ যাচাই)

 অদ্য ১৪.০৫.২০২৩ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও ফরিদপুর জেলা  প্রশাসন এর সমন্বয়ে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরূপ:

  মেসার্স বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডার,গোয়ালচামোট (মুজিব সড়ক,)সদর, ফরিদপুর এর ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) এ ১ কেজি ৯৫০ গ্রামে ৪০০ গ্রাম কম পাওয়ায়  "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" অনুযায়ী ২৯/৪৬ ধারায় ১,০০০০/- ( দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর জনাব দীপ জন মিত্র এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোসা: আলেয়া খাতুন,সহকারী পরিচালক (মেট) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/05/2023
আর্কাইভ তারিখ
13/05/2024