Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ১৪.১১.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই , ফরিদপুর ও শরীয়ত সদর উপজেলা প্রশাসনের সমন্বয়ে শরীয়ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় ০২ (দুই)টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিস্তারিত

*বিএসটিআই, ফরিদপুর*

**মোবাইল কোর্ট**

 (ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্য মোড়কজাত )



অদ্য  ১৪.১১.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই , ফরিদপুর ও  শরীয়ত সদর  উপজেলা প্রশাসনের সমন্বয়ে শরীয়ত  সদর উপজেলার বিভিন্ন  এলাকায় ০২ (দুই)টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

প্রথম মোবাইল কোর্টটি সহকারী কমিশনার (ভূমি) ও  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মনিজা খাতুন এর  নেতৃত্বে   জনাব মোঃ আজিজুল হাকিম,  সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং জনাব মোঃ শাহজাহান,  পরিদর্শক ( মেট্রোলজি), বিএসটিআই ফরিদপুর  এর সমন্বয়ে  পালং বাজার এলাকায় পরিচালিত হয়। বিস্তারিত বিবরণ নিম্নরুপ - 


(১) মেসার্স  খান ডিপার্টমেন্টাল স্টোর, পালং বাজার, সদর, শরীয়তপুর প্রতিষ্ঠানটির  ফেইস পাউডার,  ফেশিয়াল ব্লিচ পণ্যসমূহের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ,  সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য,  পূর্ণ ঠিকানা ইত্যাদি তথ্য উল্লেখ  নেই এবং মোড়কজাত সনদ না থাকার  অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮  অনুযায়ী ৫,০০০.০০ (পাচ হাজার টাকা)  জরিমানা করা হয়। 

(২) মেসার্স  ঘোষ মিষ্টান্ন ভান্ডার,  পালং বাজার প্রতিষ্ঠানটির  ফার্মেন্টেড মিল্ক ( দই) পণ্যের মোড়কের গায়ে  উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ,  সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য,  নিট ওজন ইত্যাদি তথ্য উল্লেখ  নেই এবং মোড়কজাত সনদ না থাকার  অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮  অনুযায়ী ৫,০০০.০০ (পাচ হাজার টাকা)  জরিমানা করা হয়। 


এছাড়াও পালং বাজারের কয়েকটি গরুর মাংসের দোকান, ও মুরগির মাংসের দোকানে ব্যবহৃত ওজনযন্ত্রের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়।



২য় মোবাইল কোর্টটি উপজেলা নির্বাহী অফিসার জনাব জ্যোতি বিকাশ চন্দ্র মহোদয়ের নেতৃত্বে জনাব মোঃ আজিজুল হাকিম,  সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং জনাব মোঃ শাহজাহান,  পরিদর্শক ( মেট্রোলজি) এর সমন্বয়ে সদর উপজেলার ০২টি  ফিলিং স্টেশনে পরিচালিত হয়। বিস্তারিত নিম্নরুপ-

 

১। মেসার্স  গ্লোরি ফিলিং স্টেশন,  সদর রোড, পালং,  শরীয়তপুর  প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার স্ট্যান্ডার্ড মিজার দ্বারা পরিমাপে ০২ টি পেট্রোল  ডিসপেনসিং ইউনিটে যথাক্রমে ২০০ মিঃ লিঃ ও ১৫০ মিঃলিঃ ;  ১ টি ডিজেল ইউনিটে ১৪০ মিঃলিঃ  তেল কম প্রদান  করায়  'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮  অনুযায়ী ৩০,০০০.০০(ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়।

২। মেসার্স  হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশন প্রতিষ্ঠানগুলোর  ০৪ টি ডিসপেনসিং ইউনিটে তেল সরবরাহ সঠিক পাওয়ায় ম্যানেজারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ডাউনলোড
প্রকাশের তারিখ
14/11/2022
আর্কাইভ তারিখ
13/11/2023