*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
*(পণ্যের মান নিয়ন্ত্রণ)*
----------------------------------------------
অদ্য ১৫-০১-২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্সবিহীন কতিপয় প্রতিষ্ঠানে সরিজমিনে পরিদর্শন করা হয় এবং কতিপয় প্রতিষ্ঠান সিএম লাইসেন্সের শর্তসমূহ সঠিকভাবে পালন করছে কী না সে বিষয়টি পরিবীক্ষণ করা হয়।
১. এফ বি আই ব্রিকস, বাহিরদিয়া, সদর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
২. এম এন কে ব্রিকস, চণ্ডীপুর, সদর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
৩. এফ এন্ড বি ব্রিকস, ফতেপুর, সদর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
৪. আর এন্ড ডি ব্রিকস, বসন্তপুর, সদর, রাজবাড়ী (পণ্য: ক্লে-ব্রিকস)
৫. এ এন্ড বি ব্রিকস, বসন্তপুর, সদর, রাজবাড়ী (পণ্য: ক্লে-ব্রিকস)
৬. এ কে এম ব্রিকস, নিমতলা, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী (পণ্য: ক্লে-ব্রিকস)
৭. এ বি সি ব্রিকস, নিমতলা, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী (পণ্য: ক্লে-ব্রিকস)
৮. আর এন্ড বি ব্রিকস, খানখানাপুর, সদর, রাজবাড়ী (পণ্য: ক্লে-ব্রিকস)
৯. সাজ ব্রিকস, খানখানাপুর, সদর, রাজবাড়ী (পণ্য: ক্লে-ব্রিকস)
১০. এম বি আই ব্রিকস, খোলাবাড়ীয়া, সদর, রাজবাড়ী (পণ্য: ক্লে-ব্রিকস)
১১. শেখ ব্রিকস, খোলাবাড়ীয়া, সদর, রাজবাড়ী (পণ্য: ক্লে-ব্রিকস)
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস