অদ্য ১৫-১০-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে নিম্ন লিখিত প্রতিষ্ঠান সমূহকে তাদের উৎপাদিত পণ্যের অনুকূলে দ্রুত গুণগত মানের ও প্যাকেজের লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য এবং ওয়েব্রিজ স্ট্যাম্পিংয়ের পরামর্শ দেওয়া হয়।
১. গোল্ডেন রিসোর্সেস প্রাইভেট লি:, কানাইপুর, সদর, ফরিদপুর এর ওয়েব্রিজ এর বৈধ ভেরিফিকেশন সনদ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
২. মেসার্স হোসেন ফিলিং স্টেশন, করিমপুর,সদর,ফরিদপুর এর পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায় এবং কাগজপত্র যাচাই করা হয়।
৩. মেসার্স সানি ফিলিং স্টেশন, ডোমরাকান্দি, সদর, ফরিদপুর এর পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায় এবং কাগজপত্র যাচাই করা হয়।
৪. নহর ড্রিংকিং ওয়াটার, টিটিসি রোড, গোয়ালচামট, সদর, ফরিদপুর এর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের সিএম ও মোড়কজাত সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৫. ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, বাইপাস সড়ক, সদর, ফরিদপুর এর এর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের সিএম ও মোড়কজাত সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৬.ওয়েসিস বেকারি, ব্রাহ্মনকান্দা, সদর, ফরিদপুর ও বিসমিল্লাহ বেকারী, সদর, ফফরিদপুর এর উৎপাদিত ডেকোরেটেড কেক পণ্যের সিএম ও মোড়কজাত সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট), জনাব মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট), এবং জনাব এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার(সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস