*বিএসটিআই, ফরিদপুর*
**মোবাইল কোর্ট**
(ওজন ও পরিমাপ যাচাই )
মোবাইল কোর্টের স্থানঃ জাজিরা, শরীয়তপুর.
০১ টি প্রতিষ্ঠানে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।
অদ্য ১৫.১১.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও জাজিরা উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাজিরা উপজেলার কাজীরহাট এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে
(১) মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশন , লাউখোলা, কাজীরহাট, জাজিরা, শরীয়তপুর প্রতিষ্ঠানটি প্রতি ১০ লিটার স্ট্যান্ডার্ড মিজার দ্বারা পরিমাপে ০১ টি অকটেন ডিসপেনসিং ইউনিটে ৪১০ মিঃ লিঃ ০১টি পেট্রোল ইউনিটে ৩০০ মিঃ লিঃ এবং ০১টি ডিজেল ডিসপেনসিং ইউনিটে ৩৫০ মিঃ লিঃ তেল কারচুপি করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮' অনুযায়ী ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস