*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
----------------------------------------------
অদ্য ১৭-০৯-২০২৩ খ্রিঃ তারিখে শরীয়তপুর জেলার সদর ও নড়িয়া উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ১৮ টি অবৈধ প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। উক্ত অভিযান কার্যক্রম পরিচালনা শেষে শরীয়তপুর বেকারী সমিতির সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় যেখানে সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন হাওলদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলি আশ্রাব বিএসটিআইকে ধন্যবাদ জ্ঞাপন করেন নিয়মিত ভিত্তিতে জনসেবামূলক অভিযান কার্যক্রম পরিচালনা করার জন্য। উক্ত সভায় বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর সিএম উইংয়ের সহকারী পরিচালক প্রকৌঃ শশী কান্ত দাস সকলকে পণ্যের গুণগত মান বজায় রাখার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে উদ্বুদ্ধ করেন এবং নিম্নমানের পণ্য বাজারজাত করা থেকে সবাইকে বিরত থাকতে নির্দেশ দেন।
প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ:
১. বেঙ্গল ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট)
২. দেশ ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, পাউরুটি)
৩. রহমান ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, কেক)
৪. হাজী ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, কেক)
৫. এম বি ডি ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, কেক)
৬. ভাই ভাই ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: পাউরুটি, বিস্কুট)
৭. মেরী ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট)
৮. সুরেশ্বর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, কেক)
৯. এভারগ্রিন ফুডস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, চানাচুর)
১০. এন আর বি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, পাউরুটি, কেক)
১১. গ্রামীন ফুড প্রোডাক্টস, বিসিক শি/ন, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট)
১২. ফারুক বেকারী, কালীখোলা, পালং, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট)
১৩. মা-বাবার দোয়া ফুড প্রোডাক্টস, নড় বালাখানা, পালং, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, কেক)
১৪. নিউ ভাই ভাই বেকারী, পূর্ব কোটাপাড়া, পল্লী বিদ্যুৎ সংলগ্ন, পালং, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, কেক)
১৫. স্বাধীন বাংলা ফুড প্রোডাক্টস, ভোজেশ্বর, নড়িয়া (পণ্য: চানাচুর)
১৬. বৈশাখী বেকারী, পালং স্কুল, পালং, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, কেক)
১৭. রাজধানী বেকারী, রাজগঞ্জ, চরপালং, সদর, শরীয়তপুর (পণ্য: বিস্কুট, কেক)
১৮. মা বেকারী, রাজগঞ্জ, চরপালং, সদর, শরীয়তপুর (বিস্কুট, কেক)
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস