বিএসটিআই, ফরিদপুর
*সার্ভিল্যান্স অভিযান*
*(পণ্যের মান নিয়ন্ত্রণ)*
---------------------------------------
অদ্য ১৮-০১-২০২৩ খ্রিঃ তারিখে রাজবাড়ী জেলার সদর, কালুখালী ও পাংশা উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ১৫ টি অবৈধ প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সিএম লাইসেন্স গ্রহণের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ:
১) এ এন্ড বি ব্রিকস,সদর, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
২) ই এম বি ব্রিকস,সদর, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
৩) এসএআর ব্রিকস,সদর, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
৪) এ এইচ বি ব্রিকস,সদর, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
৫) এ এফ বি ব্রিকস,সদর, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
৬) ইএসবি ব্রিকস,সদর, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
৭) এস এম বি ব্রিকস,সদর, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
৮) এস বি বি ব্রিকস, কালুখালী, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
৯) ৭৭৭ ব্রিকস, কালুখালী, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
১০) আর কে বি ব্রিকস, কালুখালী, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
১১) এ বি সি ব্রিকস, কালুখালী, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
১২) কে বি ব্রিকস, কালুখালী, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
১৩) এ এম বি ব্রিকস, পাংশা, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
১৪) আর এন্ড বি ব্রিকস, পাংশা, রাজবাড়ী (পণ্য:ক্লেব্রিকস);
১৫) কাদেরীয়া বেকারী, সদর, রাজবাড়ী ( পণ্যঃ পাউরুটি, বিস্কুট ও কেক).
উক্ত অভিযান বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ শশী কান্ত দাস, প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম)ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম)এর সমন্বয়ে গঠিত টিম কতৃক পরিচালিত হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস