অদ্য ১৮/০২/২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্সবিহীন কতিপয় প্রতিষ্ঠানে সরিজমিনে পরিদর্শন করা হয়; কতিপয় প্রতিষ্ঠান সিএম লাইসেন্সের শর্তসমূহ সঠিকভাবে পালন করছে কী না সে বিষয়টি পরিবীক্ষণ করা হয় এবং কতিপয় প্রতিষ্ঠানকে অতিসত্বর লাইসেন্স ফি জমা দিয়ে লাইসেন্স গ্রহণের জন্য তাগাদা প্রদান করা হয়।
১. বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার, ভাঙ্গা রাস্তার মোড়, সদর, ফরিদপুর (পণ্য: ঘি, সুইটমিট)
২. এইচ এফ সি বেকারী, নিউমার্কেট, সদর, ফরিদপুর (পণ্য: ডেকোরেটেড কেক)
৩. এ এফ সি বেকারী, নিউমার্কেট, সদর, ফরিদপুর (পণ্য: বিস্কুট, ব্রেড)
৪. কে কে ইউ ব্রিকস, সি এন্ড বি ঘাট, সদর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
৫. আর্থ ড্রিংকিং ওয়াটার, ওয়াজউদ্দিন মুন্সীর ডাঙ্গী, চরমাধবদিয়া, সদর, ফরিদপুর (পণ্য: প্যাকেজাদ ড্রিংকিং ওয়াটার)
৬. আর পি বি ব্রিকস, আদমপুর, সদর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
৭. এম এম ব্রিকস, বাকীগঞ্জ, চুনাঘাটা বেড়িবাঁধ রোড, সদর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
৮. এল এন্ড বি ব্রিকস, জৈনন্দিন মোল্যার ডাঙ্গী, বাকীগঞ্জ, সদর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
উক্ত অভিযানটি পরিচলনা করেন অত্রাফিসের কর্মকর্তা প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই, ফরিদপুর ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস