*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
----------------------------------------------
অদ্য ১৮-০৯-২০২৩ খ্রিঃ তারিখে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ১০ টি অবৈধ প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) ও আব্দুল মতিন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ:
১. আপন বেকারি, চর গজারিয়া, ভেন্নাতলা, শিবচর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, চানাচুর)
২. ডি এস ফুড এন্ড বেভারেজ, ডিসি রোড, শিবচর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, কেক, চানাচুর)
৩. নিউ মদিনা বি-বাড়ীয়া বেকারি, মহসিন ক্লাব রোড, শিবচর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, পাউরুটি, কেক)
৪. ভাই ভাই বেকারি, ঠাকুর বাজার, পাচ্চর, শিবচর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, কেক)
৫. একতা বেকারি, গোয়ালকান্দা,
শিবচর, মাদারীপুর (পণ্য: বিস্কুট)
৬. মায়ের দোয়া বেকারি, ঠাকুর বাজার, শিবচর, মাদারীপুর (পণ্য: কেক, বিস্কুট)
৭. রিগ্যান ফুড প্রোডাক্টস, সূর্যনগর, দত্তপাড়া, শিবচর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, কেক)
৮. ফ্রেন্ডস ফুড ইন্ডাস্ট্রিজ, সূর্যনগর, শিবচর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, পাউরুটি)
৯. বেপারি ট্রেডার্স, থানা রোড, শিবচর বাজার, শিবচর, মাদারীপুর (পণ্য: সরিষার তেল, হলুদের গুড়া, মরিচের গুড়া, ব্ল্যাক টি)
১০. হাজী শরীতুল্লাহ বেকারি, বাহাদুরপুর, শিবচর, মাদারীপুর (পণ্য: বিস্কুট, পাউরুটি)
জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস