অদ্য ১৮-১২-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্সবিহীন কতিপয় প্রতিষ্ঠানে সরিজমিনে পরিদর্শন করা হয় এবং কতিপয় প্রতিষ্ঠান সিএম লাইসেন্সের শর্তসমূহ সঠিকভাবে পালন করছে কী না সে বিষয়টি পরিবীক্ষণ করা হয়।
১. এ কে এম ব্রিকস, বাখুণ্ডা, সদর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
২. আলহাজ্ব মজিদ ব্রিকস, মহিলা রোড, নগরকান্দা, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
৩. মা বাবার দোয়া বেকারী, বিলগোবিন্দপুর, তালমা, নগরকান্দা, ফরিদপুর (পণ্য: ব্রেড, বিস্কুট)
৪. আম্মাজান বেকারী, কৃষ্ণপুর, হাটকৃষ্ণপুর, সদরপুর, ফরিদপুর (পণ্য: ব্রেড, বিস্কুট)
৫. বিসমিল্লাহ বেকারী, নিজগ্রাম রোড, হাটকৃষ্ণপুর, সদরপুর, ফরিদপুর (পণ্য: ব্রেড, বিস্কুট)
৬. এস এ এম ব্রিকস, শৌলডুবি, মজুমদার ব্রিজ সংলগ্ন, সদরপুর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
৭. এম এ এফ ব্রিকস, শৌলডুবি, মজুমদার ব্রিজ সংলগ্ন, সদরপুর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
৮. মডার্ন ব্রিকস ম্যানুফ্যাকচার, ফুলতলা, কাটাখালি, সদরপুর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
৯. এ বি এম ব্রিকস, মটকচর, সদরপুর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
১০. আর এ এস ব্রিকস, সদরপুর বাজার সংলগ্ন, সদরপুর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
১১. সদরপুর ব্রিকস ফিল্ড, চরকুমারিয়া, সদরপুর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
১২. ফ্রেন্ডস ব্রিক্স ফিল্ড, চরকুমারিয়া, সদরপুর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
১৩. মেসার্স ফকির ব্রিকস, পিঁয়াজখালী বাজার সংলগ্ন, শয়তানখালী রোড, সদরপুর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস)
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস