*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
----------------------------------------------
অদ্য ১৯-০৭-২০২৩ খ্রিঃ তারিখে গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ১৩ টি অবৈধ প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ:
১. মায়ের দোয়া বেকারী, গোপিনাথপুর, সদর, গোপালগঞ্জ (পণ্য: ব্রেড, বিস্কুট)
২. নাবা বেকারী, চন্দ্রদিঘলিয়া, ভূইয়াপাড়া, সদর, গোপালগঞ্জ (পণ্য: ব্রেড, বিস্কুট, কেক)
৩. নুসরাত ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, বিজয়পাশা, সদর, গোপালগঞ্জ (পণ্য: ব্রেড, বিস্কুট)
৪. চৌধূরী বেকারী, পাইককান্দি বাজার, সদর, গোপালগঞ্জ (পণ্য: ব্রেড, বিস্কুট, কেক)
৫. মা-বাবার দোয়া বেকারী, তালাবাজার, সদর, গোপালগঞ্জ (পণ্য: ব্রেড, বিস্কুট)
৬. খান বেকারী, সুলতানশাহী স্কুল, তালাবাজার, সদর, গোপালগঞ্জ (পণ্য: ব্রেড, বিস্কুট)
৭. জলি বেকারী, বিসিক শি/ন, সদর, গোপালগঞ্জ (পণ্য: ব্রেড, বিস্কুট, কেক)
৮. উত্তম অয়েল মিল, বিসিক শি/ন, সদর, গোপালগঞ্জ (পণ্য: সরিষার তেল, মুড়ি)
৯. নিউ শাহী মুড়ি, বিসিক শি/ন, সদর, গোপালগঞ্জ (পণ্য: মুড়ি)
১০. গোপালগঞ্জ অটো ফ্লাওয়ার মিল, কুয়াডাঙ্গা, রসুলপাড়া, সদর, গোপালগঞ্জ (পণ্য: আটা, ময়দা, গমের ভুষি)
১১. নূরানা পিওর ড্রিংকিং ওয়াটার, গেটপাড়া, সদর, গোপালগঞ্জ (পণ্য: ড্রিংকিং ওয়াটার)
১২. রেইন পিওর ড্রিংকিং ওয়াটার, ফায়ার সার্ভিস রোড, বেদগ্রাম, সদর, গোপালগঞ্জ (পণ্য: ড্রিংকিং ওয়াটার)
১৩. বাবুল বেকারী, নতুন বাজার রোড, সদর, গোপালগঞ্জ (পণ্য: ব্রেড, বিস্কুট)
উক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জলি বেকারী, বিসিক শি/ন, সদর, গোপালগঞ্জ; উত্তম অয়েল মিল, বিসিক শি/ন, সদর, গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ অটো ফ্লাওয়ার মিল, কুয়াডাঙ্গা, রসুলপাড়া, সদর, গোপালগঞ্জ প্রতিষ্ঠানগুলো থেকে অনস্পট আবেদন গ্রহণ করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব আব্দুল মতিন, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস