**বিএসটিআই, ফরিদপুর *
***মোবাইল কোর্ট***
(ওজন ও পরিমাপ যাচাই)
অদ্য ১৯.১২.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও রাজবাড়ী জেলা প্রশাসন এর সমন্বয়ে সদর, রাজবাড়ী জেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ
(১) মেসার্স হোসেন মিষ্টান্ন ভান্ডার, প্রোঃ মোঃ নুর এ আলম, রেলগেট,প্রধান সড়ক,রাজবাড়ী প্রতিষ্ঠানটির ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই)এর লেবেলে মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনা করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮' এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ২০০০/- টাকা জরিমানা করা হয়।
(২) মেসার্স মা স্টোর ,প্রোঃ সুকুমার সাহা,মাছ বাজার,সদর, রাজবাড়ী প্রতিষ্ঠানটি মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী (পাউরুটি, বিস্কুট) বিক্রয় করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ 'এর ২৪(৭)/৪১ ধারা অনুযায়ী ২০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মাছ বাজার,মাংসের দোকান,মুরগির দোকান, রাজবাড়ী বাজার,সদর,রাজবাড়ী এর ওজন ও ওজনযন্ত্রগুলো যাচাই করে সঠিক পাওয়া যায়।
উক্ত প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়।প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়,ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোসাঃ আলেয়া খাতুন,পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস