বিএসটিআই,ফরিদপর
সার্ভিল্যান্স অভিযান
( ওজন ও পরিমাপ)
অদ্য ২০.০৭.২২ খ্রিঃ তারিখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় ও দৌলতদিয়ার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করা হয়।
১. মেসার্স দৌলতদিয়া ফিডস লিমিটেড,দৌলতদিয়া,গোয়ালন্দ রাজবাড়ী।
২. মেসার্স পদ্মা ফ্লাওয়ার মিলস লিমিটেড,দৌলতদিয়া,গোয়ালন্দ, রাজবাড়ী।
(৩) মেসার্স ভিক্টর ফিডস লিমিটেড,গোয়ালন্দ মোড়,সদর রাজবাড়ী।
প্রতিষ্ঠান তিনটিকে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৩. মেসার্স কফিল ফিলিং স্টেশন দৌলোদিয়া ঘাট,গোয়ালন্দ, রাজবাড়ী।
৪. মেসার্স করিম ফিলিং স্টেশন, গোয়ালন্দ মোড়,সদর,রাজবাড়ী।
৫. মেসার্স সপ্তবর্ণা ফিলিং স্টেশন, গোয়ালন্দ মোড়,সদর,রাজবাড়ী
উপরোক্ত পেট্রোল পাম্প তিনটির ডিসপেন্সিং ইউনিটগুলো যাচাই করে পরিমাপের সঠিক পাওয়া যায়।
উক্ত অভিযানটি জনাব মফিজ উদ্দিন আহমাদ উপপরিচালক (মেট্রোলজি)ও অফিস প্রধান বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর নেতৃত্বে জনাব আজিজুল হাকিম,ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি)ও জনাব মোসাঃ আলেয়া খাতুন,পরিদর্শক (মেট্রোলজি)এর সমন্বয়ে পরিচিলিত হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস