*বিএসটিআই, ফরিদপুর*
**মোবাইল কোর্ট**
(ওজন ও পরিমাপ যাচাই )
অদ্য ২০.০৯.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও মাদারীপুর জেলা প্রশাসনের সমন্বয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ও ঘটকচর এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে
১। মেসার্স সাফওয়ান ফুড , মস্তফাপুর, সদর, মাদারীপুর প্রতিষ্ঠানটির উৎপাদিত/মোড়কজাতকৃত পাউরুটি ও কেক পণ্যসমুহের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, নিট ওজন ইত্যাদি উল্লেখ না থাকায় এবং মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনা করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' অনুযায়ী ৫,০০০.০০( পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয়।
২। মেসার্স রাবেয়া ফিলিং স্টেশন , ঘটকচর, সদর, মাদারীপুর প্রতিষ্ঠানটির অকটেন ও পেট্রোল ডিসপেনসিং ইউনিটে প্রতি ০৫ লিটার স্টান্ডার্ড লিটার মেজারস দ্বারা পরিমাপে তেল সরবরাহ সঠিক পাওয়া যাওয়ায় ম্যানেজারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হোসনে আরা তান্নি এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়,ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস