*বিএসটিআই, ফরিদপুর*
**মোবাইল কোর্ট**
(ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ )
মোবাইল কোর্টের স্থানঃ মধুখালী উপজেলা, ফরিদপুর।
৪ টি প্রতিষ্ঠানে সর্বমোট ৯,০০০.০০ (নয় হাজার টাকা) জরিমানা করা হয়।
অদ্য ২০.১২.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই , ফরিদপুর ও মধুখালী উপজেলা প্রশাসনের সমন্বয়ে মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে
১। মেসার্স রাসেল বেকারি এন্ড বিস্কুট ফ্যাক্টরি, মধুখালী, ফরিদপুর প্রতিষ্ঠানটির পাউরুটি ও কেক পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, নিট পরিমাণ ইত্যাদি তথ্য উল্লেখ নেই এবং মোড়কজাত সনদ না থাকার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ২,০০০.০০ (দুই হাজার টাকা) জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ে বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যের গুণগত মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার নির্দেশ প্রদান করা হয়।
২। মেসার্স বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার, বাগাট বাজার, মধুখালী, ফরিদপুর প্রতিষ্ঠানটির ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কে বিধি মোতাবেক সকল তথ্য না থাকায় এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয়, বিতরণ করার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ১,০০০.০০ ( এক হাজার টাকা) জরিমানা করা হয়।
এছাড়াও
মেসার্স বাগাট বিউটি সুইটস, বাগাট বাজার, মধুখালী এবং বাগাট কৃষ্ণ দধিঘর, বাগাট বাজার, মধুখালী, ফরিদপুর প্রতিষ্ঠান দুটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যথাক্রমে ৫০০০.০০ (পাচ হাজার) টাকা ও ১০০০.০০ ( এক হাজার) টাকা।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব শামীম আরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়,ফরিদপুর এর কর্মকর্তা প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস