*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
*( ওজন ও পরিমাপ)*
----------------------------------------------
অদ্য ২১-১১-২০২৩ খ্রিঃ তারিখে ফরিদপুর ও রাজবাড়ী জেলার মধুখালী , বালিয়াকান্দি ও পাংশা উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরূপ
১) আফসার ফুড প্রোডাক্টস মধুখালী,ফরিদপুর প্রতিষ্ঠানটির চানাচুর পণ্যের পণ্য মোড়কজাতকরণ সনদ নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।
২) ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার, মথুরাপুর, মধুখালী ,ফরিদপুর প্রতিষ্ঠানটির দই এর পণ্য মোড়কজাতকরণ সনদ নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।
৩) মেসার্স পাংশা ফিলিং স্টেশন,পাংশা ,রাজবাড়ী পেট্রোল পাম্পের ডিজেল, পেট্রোল , অকটেন এর ডিস্পেন্সিং ইউনিটগুলো ১০ লিটার স্ট্যান্ডার্ডস মেজারস দ্বারা পরিমাপ করে পরিমাপে সঠিক পাওয়া যায় ।
৫) মেসার্স সুগন্ধা ফিলিং স্টেশন,পাংশা ,রাজবাড়ী পেট্রোল পাম্পের ডিজেল, পেট্রোল , অকটেন এর ডিসপেন্সিং ইউনিটগুলো ১০ লিটার স্ট্যান্ডার্ডস দ্বারা পরিমাপ করে পরিমাপে সঠিক পাওয়া যায়
প্রতিষ্ঠান দুটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মিথুন দাস,সহকারী পরিচালক(মেট) ও জনাব মোসাঃ আলেয়া খাতুন, সহকারী পরিচালক (মেট) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস