*জেলা কার্যালয় বিএসটিআই, ফরিদপুর।*
ভ্রাম্যমাণ আদালত (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং পণ্য মোড়কজাতকরণ)
তারিখ: ২১.০৮.২০২৩ খ্রিঃ রোজ সোমবার
বিএসটিআই’র অভিযান
*৯৫,০০০/- (পঁচানব্বই হাজার টাকা মাত্র) জরিমানা*
অদ্য ২১.০৮.২০২৩ তারিখে ফরিদপুর জেলার সদর থানাধীন এলাকায় এপিবিএন -এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে
১। ফরিদপুর ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, পিয়ারপুর, সদর, ফরিদপুর -কে সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ -এর ৩১/৩১ ধারা অনুযায়ী ২৫,০০০/- জরিমানা আরোপ করা হয়।
২। মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন, মুন্সীবাজার, সদর, ফরিদপুর -কে জ্বালানি তেলের পরিমাপে কম পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ -এর ২৯/৪৬ ধারা মোতাবেক ২০,০০০/- জরিমানা আরোপ করা হয়।
৩। মেসার্স মিনিবাস ফিলিং স্টেশন, বাখুণ্ডা, সদর, ফরিদপুর -কে জ্বালানি তেলের পরিমাপে কম পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ -এর ২৯/৪৬ ধারা মোতাবেক ৫০,০০০/- জরিমানা আরোপ করা হয়।
উক্ত মোবাইল কোর্ট ফরিদপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট *জনাব দীপ জন মিত্র* -এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব প্রকৌ: এসএম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), ও জনাব প্রকৌ: মো. হাসিবুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ফরিদপুর দায়িত্ব পালন করেন। *জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর -এর এধরনের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।*
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস