Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ২২-০৯-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
বিস্তারিত

অদ্য ২২-০৯-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত সার্ভিল্যান্স অভিযানে নিম্ন লিখিত প্রতিষ্ঠান সমূহকে তাদের উৎপাদিত পণ্যের অনুকূলে দ্রুত গুণগত মানের ও প্যাকেজের লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য এবং ওয়েব্রিজ স্ট্যাম্পিংয়ের পরামর্শ দেওয়া হয়। 


১) বায়েজিদ বেকারী, সোতাশী, বোয়ালমারী, ফরিদপুর (পণ্য: বিস্কুট, পাউরুটি, চানাচুর)

২) আশরাফ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, সাতৈর বাজার, বোয়ালমারী, ফরিদপুর (পণ্য: বিস্কুট, পাউরুটি)

৩) নুর মদিনা বেকারী, সিএন্ডবি রোড সংলগ্ন, কামারগ্রাম, বোয়ালমারী, ফরিদপুর (পণ্য: বিস্কুট, পাউরুটি)

৪) মুন্নী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ওয়াপদা মোড়, বোয়ালমারী, ফরিদপুর (পণ্য: বিস্কুট, পাউরুটি)

৫) লিবার্টি কেমিক্যাল, আলফাডাঙ্গা, ফরিদপুর ( মোড়কজাত ও ওয়েব্রিজ)

এছাড়াও বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারের জুয়েলারি দোকানসমূহকে নির্ধারিত সময়ের মধ্যে ওজনযন্ত্র ভেরিফিকেশন সনদ গ্রহণ করতে পরামর্শ প্রদান করা হয়।

উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোসা: আলেয়া খাতুন , সহকারি পরিচালক(মেট) এর নেতৃত্বে জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট)  এবং জনাব এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার(সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/09/2024
আর্কাইভ তারিখ
21/09/2026