Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ২২.১১.২০২৩ তারিখে ফরিদপুর জেলার সালথা উপজেলাধীন এলাকায় থানা পুলিশ -এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে
বিস্তারিত

*বিএসটিআই, ফরিদপুর।*

*ভ্রাম্যমাণ আদালত* 

(ওজন ও পরিমাপ সংক্রান্ত)


তারিখ: ২২.১১.২০২৩ খ্রিঃ রোজ মঙ্গলবার


বিএসটিআই’র অভিযানে

১৩,০০০/- (তেরো হাজার টাকা মাত্র) জরিমানা


অদ্য ২২.১১.২০২৩ তারিখে ফরিদপুর জেলার সালথা উপজেলাধীন এলাকায় থানা পুলিশ 

-এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে 

১। মনোয়ারা ফিলিং স্টেশন, সালথা বাজার, সালথা, ফরিদপুর -কে জ্বালানি তেলের পরিমাপে কম পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ -এর ২৯/৪৬ ধারা মোতাবেক ৮,০০০/- জরিমানা আরোপ করা হয়। 

২। মেসার্স চৌধুরী সুইটস্, সালথা বাজার, সালথা, ফরিদপুর -কে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিরেকে ফার্মেন্টেড মিল্ক (দ‌ই) বিপণন করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ -এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক ৩,০০০/- জরিমানা আরোপ করা হয়। 

৩। মেসার্স সুজন মিষ্টান্ন ভান্ডার, সালথা বাজার, সালথা, ফরিদপুর -কে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিরেকে ফার্মেন্টেড মিল্ক (দ‌ই) বিপণন করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ -এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক ২,০০০/- জরিমানা আরোপ করা হয়। 

উক্ত মোবাইল কোর্ট সালথা উপজেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট *জনাব শাহাদাৎ হোসেন* -এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে  *জনাব প্রকৌ: মো. হাসিবুর রহমান*, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ফরিদপুর দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর -এর এধরনের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
22/11/2023
আর্কাইভ তারিখ
21/11/2023