*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
----------------------------------------------
অদ্য ২৪-০৫-২০২৩ খ্রিঃ তারিখে
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ০৪ টি অবৈধ প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সিএম লাইসেন্স গ্রহণের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ:
১) মেসার্স ফ্রেশ পিওর ড্রিংকিং ওয়াটার, চান্দের চর, শিবচর, মাদারীপুর (পণ্য: প্যাকেজড ড্রিংকিং ওয়াটার);
২)মেসার্স ওয়াটার প্লাস ড্রিংকিং ওয়াটার, শিবচর বাজার, শিবচর, মাদারীপুর (পণ্য: প্যাকেজড ড্রিংকিং ওয়াটার);
৩) মেসার্স মোসলেম অটো ফ্লাওয়ার মিল, শিবচর, মাদারীপুর (পণ্য: আটা, ভূষি );
৪) মেসার্স তুর্য অটো ফ্লাওয়ার মিল, নিলখী, শিবচর, মাদারীপুর (পণ্য: আটা, ভূষি)
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব আব্দুল মতিন, ফিল্ড অফিসার (সিএম), জনাব মোঃ সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস