Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ২৪.০৯.২০২৩ তারিখে ফরিদপুর জেলার সদর থানাধীন এলাকায় এপিবিএন -এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে
বিস্তারিত

*জেলা কার্যালয়  বিএসটিআই, ফরিদপুর।*


ভ্রাম্যমাণ আদালত (পণ্যের মান নিয়ন্ত্রণ)


তারিখ: ২৪.০৯.২০২৩ খ্রিঃ রোজ রবিবার 


বিএসটিআই’র অভিযান 

*১৫,০০০/- (পনের হাজার) মাত্র  জরিমানা*


অদ্য ২৪.০৯.২০২৩ তারিখে ফরিদপুর জেলার সদর থানাধীন এলাকায় এপিবিএন -এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে 

১।এমবি বেকারি,  অম্বিকাপুর, আলীপুর, সদর, ফরিদপুর -কে সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০/- জরিমানা করা হয়।

২। মেসার্স সুবর্ণা হোটেল এন্ড রেষ্টুরেন্ট,  রাজবাড়ী রাস্তার মোড়, ব্রাহ্মণ্কান্দা,  সদর, ফরিদপুর -কে 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে   ৫,০০০/- জরিমানা করা হয়।


উক্ত মোবাইল কোর্ট ফরিদপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট *জনাব দীপ জন মিত্র* -এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে আব্দুল মতিন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর এবং মোঃ বজলুর রশিদ,  স্যানিটারী ইন্সপেক্টর,  সদর, ফরিদপুর দায়িত্ব পালন করেন। *জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর -এর এধরনের অভিযান অব্যাহত থাকবে।*

ডাউনলোড
প্রকাশের তারিখ
24/09/2023
আর্কাইভ তারিখ
23/09/2024