Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ২৫-০৪-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
বিস্তারিত

অদ্য ২৫-০৪-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে  বিভিন্ন ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ যাচাই করা হয় ও কয়েকটি অবৈধ প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করে  মোড়কজাত লাইসেন্স গ্রহণের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিষ্ঠানসমূহ নিম্নরূপ:

১. মেসার্স ফজিলত নেসা ফিলিং স্টেশন, আলিয়াবাদ, সদর, ফরিদপুর।

২. এস এস ফিলিং স্টেশন, বোয়ালমারী , ফরিদপুর।

৩. মনোয়ারা ফিলিং স্টেশন, সালথা,ফরিদপুর।

৪. পল্লী ফিলিং স্টেশন, ময়েনদিয়া সালথা,ফরিদপুর।

৫. সানি ফিলিং স্টেশন, সদর, ফরিদপুর।

৬. প্রগতি পেট্রোলিয়াম সার্ভিস, সদর, ফরিদপুর। 

৭. ফরিদপুর পেট্রোলিয়াম সার্ভিস, সদর, ফরিদপুর।

উক্ত প্রতিষ্ঠানসমূহের অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিট পরিমাপ করে সঠিক পাওয়া যায়।

এছাড়াও রংধনু ফিলিং স্টেশন ,বাইপাস রোড, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে ০৪টি ডিসপেন্সিং ইউনিটে সিলিং কার্যক্রম সম্পন্ন করা হয়।

এছাড়াও নিরাপদ প্রাণীজ কর্নার,সদর, ফরিদপুর

এর বিভিন্ন পণ্যের আবেদন বিএসটিআই অফিসে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এবং 

কানাইপুর বাজার,সদর ফরিদপুর এর সকল প্রতিষ্ঠানের ওজনযন্ত্র গুলো ভেরিফিকেশন করে নেওয়ার জন্য বাজার কমিটির সদস্যবৃন্দের সাথে আলোচনা করে আগামী রবিবার থেকে ভেরিফিকেশন কার্যক্রম শুরু করার পরামর্শ প্রদান করা হয়।

উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মিথুন দাস,  সহকারী পরিচালক (মেট) এর নেতৃত্বে  জনাব মোসা: আলেয়া খাতুন, সহকারি পরিচালক(মেট)   দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
25/04/2024
আর্কাইভ তারিখ
24/04/2025