অদ্য ২৫-১১-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে ভোক্তা সাধারণের স্বাস্থ্যগত দিক বিবেচনায় কতিপয় প্রতিষ্ঠানে সরিজমিনে পরিদর্শন করা হয়।
১. ভাষান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ধুলদী রেলগেট, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যসমূহের নমুনা সার্ভিল্যান্সের মাধ্যমে ল্যাবে পরীক্ষণের নিমিত্তে সংগৃহীত হয়, সিএম লাইসেন্সের শর্তসমূহ যথাযথভাবে পালন করার এবং অতিসত্বর মোড়কজাত সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
২. মমিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ধুলদী রেলগেট, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যসমূহের নমুনা সার্ভিল্যান্সের মাধ্যমে ল্যাবে পরীক্ষণের নিমিত্তে সংগৃহীত হয়, সিএম লাইসেন্সের শর্তসমূহ যথাযথভাবে পালন করার এবং অতিসত্বর মোড়কজাত সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
৩. তানিয়া ফিলিং স্টেশন, ধুলদী রেলগেট, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের ডিজেল, পেট্রোল ও অকটেন ডিসপেন্সিং ইউনিট বন্ধ পাওয়া যায়।
৪. লাম ফিলিং স্টেশন, শিবরামপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানের পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে পরিমাণে কম পাওয়া যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়।
৫. হাসান ফুড এন্ড বেভারেজ, আলীপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
৬. হায়াত কেমিক্যালস, উত্তর আলীপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোঃ সাইফুর রহমান, সহকারী পরিচালক (মেট); জনাব মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট) ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস