*@ বিএসটিআই, ফরিদপুর @*
*সার্ভিল্যান্স অভিযান*
*(পণ্যের মান নিয়ন্ত্রণ)*
----------------------------------------------
অদ্য ২৬০৫-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহকে তাদের উৎপাদিত পণ্যের অনুকূলে দ্রুত গুণগত মানের এবং প্যাকেজের লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়।
১. নূর প্লাস্টিক লিমিটেড, ডেমরাকান্দি, সদর, ফরিদপুর কে ইউ পিভিসি পাইপ পণ্যের দ্রুত লাইসেন্স নবায়ন করার জন্যে পরামর্শ দেওয়া হয়।
২. হেলিপোর্ট বাজার, সদর, ফরিদপুর এ ডিজিটাল স্কেল ভেরিফিকেশনের জন্যে পরামর্শ দেওয়া হয়।
৩. হাসান ফুড এন্ড বেভারেজ, গ্রীন হাসপাতালের পাশে, আলীপুর, সদর, ফরিদপুর কে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের লাইসেন্স গ্রহণের জন্যে পরামর্শ দেওয়া হয়।
৪. নিরাপদ প্রাণিজাত খাদ্য, ব্রাহ্মসমাজ রোড, সদর, ফরিদপুর কে দুধ ও ঘি পণ্যের মোড়কজাত লাইসেন্স গ্রহণের জন্যে পরামর্শ দেওয়া হয়। একই সাথে উক্ত প্রতিষ্ঠানে অবৈধভাবে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে হলুদের গুড়া, মরিচের গুড়া, মধু, ঘি, সরিষার তেল পণ্য বিক্রয় ও বাজারজাতকরণ করতে নিষেধ করা হয় এবং অতিসত্বর লাইসেন্স গ্রহণের জন্যে পরামর্শ দেওয়া হয়।
৫. নাহার ট্রেডার্স, ব্রাহ্মসমাজ রোড, সদর, ফরিদপুর কে অবৈধভাবে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে ব্ল্যাক টি, হলুদের গুড়া, মরিচের গুড়া পণ্য বিক্রয় ও বাজারজাতকরণ করতে নিষেধ করা হয় এবং অতিসত্বর লাইসেন্স গ্রহণের জন্যে পরামর্শ দেওয়া হয়।
৬. আব্দুর রাজ্জাক মোল্লা ব্রিক্স, বাকীগঞ্জ, সদর, ফরিদপুর কে ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে দ্রুত লাইসেন্স নবায়নের জন্যে পরামর্শ দেওয়া হয়।
৭. বিসমিল্লাহ ব্রিকস, বাকীগঞ্জ, সদর, ফরিদপুর কে ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে দ্রুত লাইসেন্স গ্রহণের জন্যে পরামর্শ দেওয়া হয়।
৮. ভিক্টর ফিডস লিমিটেড, জমিদার ব্রীজ, গোয়ালন্দ, রাজবাড়ী কে ফিশ ফিডস, পোল্ট্রি ফিডস পণ্যের অনুকূলে অতিসত্বত লাইসেন্স গ্রহণের জন্যে পরামর্শ দেওয়া হয় এবং চূড়ান্ত তাগাদাপত্র দেওয়া হয়।
৯. সপ্তবর্ণা ফিলিং স্টেশন, গোয়ালন্দ রাস্তার মোড়, সদর, রাজবাড়ী তে পেট্রোল, ডিজেল, অকটেন এর ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে কম পাওয়ায় সতর্ক করে দেওয়া হয় এবং অতিসত্বর আবেদন করে ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বিক্রয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম), জনাব আলেয়া খাতুন, সহকারী পরিচালক (মেট), জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব খালিদ হাসান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস