বিএসটিআই, ফরিদপুর
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের মান নিয়ন্ত্রণ)
----------------------------------------------
অদ্য ২৬-০১-২০২৫ খ্রিঃ তারিখে সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষ্য ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে "প্রোটেকটিভ হেলমেটস ফর টু হুইলার রাইডার্স" পণ্য বিক্রয়কারী নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহকে সিএম ছাড়পত্র/ লাইসেন্স ব্যতীত হেলমেট বিক্রয় হতে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয় এবং একইসাথে বিএসটিআই হতে ছাড়পত্র বা লাইসেন্স প্রাপ্ত পণ্যের ক্ষেত্রে পণ্যের গায়ে বিএসটিআই লগো ও আমদানিকারকের পূর্ণ ঠিকানা ব্যবহার করার পরামর্শ প্রদান করা হয়
প্রতিষ্ঠানসমূহঃ
১. বি আ র মটরস, রহমান ম্যানশন, রথখোলা রোড, পুরাতন বাসস্ট্যান্ড, গোয়ালচামট, ফরিদপুর
২. মটো স্পেয়ার হাউজ, রহমান ম্যানশন, রথখোলা রোড, পুরাতন বাসস্ট্যান্ড, গোয়ালচামট, ফরিদপুর
৩. গিয়ার স্টেশন, রহমান ম্যানশন, রথখোলা রোড, পুরাতন বাসস্ট্যান্ড, গোয়ালচামট, ফরিদপুর
৪. বিশ্বাস অটো, জেলা পরিষদ মার্কেট, পিটি আই, সংলগ্ন, গোয়ালচামট, ফরিদপুর
৫. সরকার মটর ওয়ার্ল্ডস, রহমান ম্যানশন, রথখোলা রোড, পুরাতন বাসস্ট্যান্ড, গোয়ালচামট, ফরিদপুর
৬. সুজুকি বাইকার্স, রহমান ম্যানশন, রথখোলা রোড, পুরাতন বাসস্ট্যান্ড, গোয়ালচামট, ফরিদপুর
৭. সবুজ মটরস, নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন, গোয়ালচামট, ফরিদপুর
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) , জনাব অমলেন্দু বাড়ৈ, সহকারী পরিচালক (রসায়ন) এবং জনাব মোহাম্মদ আবু হানিফ, সহকারী পরিচালক (পদার্থ) দ্বায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস