অদ্য ২৬-১১-২০২৪ খ্রিঃ তারিখে রাজবাড়ী জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে ভোক্তা সাধারণের স্বাস্থ্যগত দিক বিবেচনায় কতিপয় প্রতিষ্ঠানে সরিজমিনে পরিদর্শন করা হয়।
১. মিষ্টিবাড়ী, রেলস্টেশন বাজার, সদর, রাজবাড়ী প্রতিষ্ঠানে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
২. হোসেন মিষ্টান্ন ভাণ্ডার, রেলস্টেশন বাজার, সদর, রাজবাড়ী প্রতিষ্ঠানে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
৩. বানীবহ মিষ্টান্ন ভাণ্ডার, রেলস্টেশন বাজার, সদর, রাজবাড়ী প্রতিষ্ঠানে উৎপাদিত সুইটমিট পণ্যের অনুকূলে সিএম ও মোড়কজাত লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
৪. রেজা ফুড প্রোডাক্টস, বিনোদপুর, সদর, রাজবাড়ী প্রতিষ্ঠানে উৎপাদিত চানাচুর পণ্যের অনুকূলে গৃহীত সিএম ও মোড়কজাত লাইসেন্সের শর্তসমূহ যথাযথভাবে পালন করছে কী না সে বিষয়ে তদারকি করা হয় এবং কিছু পরামর্শ প্রদান করা হয়।
৫. ফুলবন বেকারী, মেছোঘাটা, বিনোদপুর, সদর, রাজবাড়ী প্রতিষ্ঠানে উৎপাদিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে গৃহীত সিএম ও মোড়কজাত লাইসেন্সের শর্তসমূহ যথাযথভাবে পালন করছে কী না সে বিষয়ে তদারকি করা হয় এবং কিছু পরামর্শ প্রদান করা হয়।
৬. গোল্ডেন প্লাস ফুড এন্ড বেভারেজ লিমিটেড, ভবদিয়া, সদর, রাজবাড়ী প্রতিষ্ঠানে উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার, আর্টিফিশিয়াল ফ্লেভারড ড্রিংকস, ফ্রুট জুস ও ফ্রুট ড্রিংকস পণ্যের অনুকূলে গৃহীত সিএম ও মোড়কজাত লাইসেন্সের শর্তসমূহ যথাযথভাবে পালন করছে কী না সে বিষয়ে তদারকি করা হয় এবং কিছু পরামর্শ প্রদান করা হয়।
৭. গোল্ডেন জুট প্রোডাক্ট, ভবদিয়া, সদর, রাজবাড়ী প্রতিষ্ঠানে উৎপাদিত জুট ব্যাগস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম); জনাব খালিদ হাসান, পরিদর্শক (মেট) ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস