#বিএসটিআই_ফরিদপুর
#মোবাইল_কোর্ট
(ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ )
মোবাইল কোর্টের স্থানঃ গোপালগঞ্জ সদর।
২ টি প্রতিষ্ঠানে সর্বমোট ৮০,০০০.০০ ( আশি হাজার টাকা) জরিমানা করা হয়।
অদ্য ২৬.০৯.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয়ে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম ও মান্দারতোলা এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে
(১) মেসার্স মিতা ফিলিং স্টেশন, বেদগ্রাম, সদর, গোপালগঞ্জ প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার স্ট্যান্ডার্ড মিজার দ্বারা পরিমাপে ০১ টি অকটেন ডিসপেনসিং ইউনিটে ১২০০ মিঃ লিঃ (১.২ লিটার) তেল কারচুপি করায় এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ব্যতীত ব্যবসা পরিচালনা করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০.০০(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।
২। মেসার্স নিগি ফিলিং স্টেশন, মান্দারতোলা , সদর, গোপালগঞ্জ প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার স্ট্যান্ডার্ড মিজার দ্বারা পরিমাপে ০১ টি অকটেন ডিসপেনসিং ইউনিটে ৬০ মিঃ লিঃ, ০২ টি পেট্রোল ইউনিটে ৪০ মিঃলিঃ করে এবং ০২ টি ডিজেল ডিসপেনসিং ইউনিটে ৪০ মিঃলিঃ করে তেল কারচুপির অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ৩০,০০০.০০ (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
৩। মেসার্স হাজেরা ফিলিং স্টেশন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ প্রতিষ্ঠানটির ০৪ টি ডিসপেনসিং ইউনিটে তেল সরবরাহ সঠিক পাওয়ায় ম্যানেজারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা ববি মিতু এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়,ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস