Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ২৬.০৯.২৩ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার সদর উপজেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে:
বিস্তারিত

**বিএসটিআই, ফরিদপুর **

     ***মোবাইল কোর্ট***

     (পণ্যের মান নিয়ন্ত্রন)

   (জরিমানা - ১৫,০০০/-)



অদ্য ২৬.০৯.২৩ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার সদর উপজেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে:


১. বরুন ঘোষ ডেইরী, পুরাতন বাজারের মোড়, সদর, গোপালগঞ্জ মোড়কজাত সনদ ব্যতিরেকে ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রয় ও বাজারজাত করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন - ২০১৮" এর ৪৬ ধারা অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।


২. আদি ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, পুলিশ লাইন, সদর, গোপালগঞ্জ মোড়কজাত সনদ ব্যতিরেকে ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রয় ও বাজারজাত করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন - ২০১৮" এর ৪৬ ধারা অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।


৩. অলোক ঘোষ পূজা মিষ্টান্ন ভান্ডার, পুলিশ লাইন, সদর, গোপালগঞ্জ মোড়কজাত সনদ ব্যতিরেকে ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রয় ও বাজারজাত করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন - ২০১৮" এর ৪৬ ধারা অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।



উক্ত মোবাইল কোর্টটি জনাব মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ ডিসি অফিস, গোপালগঞ্জ এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব খালিদ হাসান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
26/09/2023
আর্কাইভ তারিখ
25/09/2024