**বিএসটিআই, ফরিদপুর *
***মোবাইল কোর্ট***
(ওজন ও পরিমাপ যাচাই)
বিএসটিআই'র অভিযানে
৫০০০০/- টাকা জরিমানা।
অদ্য ২৬.১০.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও সদরপুর উপজেলা, ফরিদপুর প্রশাসন এর সমন্বয়ে সদরপুর বাজার ও সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ
(১) মেসার্স সদরপুর ফিলিং স্টেশন,সদরপুর ,ফরিদপুর প্রতিষ্ঠানটির ১০লিটার পেট্রোলে ৩৪০ মিলিলিটার,১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার ও ১০ লিটার অকটেনে ২০০ মিলিলিটার কম পাওয়ায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮' অনুযায়ী ২৯/৪৬ ধারায় ৫০,০০০/ (পঞ্চাশ হাজার)টাকা জরিমানা করা হয় ।
(২) মেসার্স জাকের ফিলিং বাইশরশি সদরপুর,ফরিদপুর প্রতিষ্ঠানটির পেট্রোল,ডিজেল, অকটেন পরিমাপ করে পরিমাপে সঠিক পাওয়া যায়
উক্ত প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব তানিয়া আকতার এর নেতৃত্বে পরিচালিত হয়।প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়,ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোসাঃ আলেয়া খাতুন,পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস