বিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা /ক্রেতা সাধারণের সঠিক ওজন ও পরিমাপ এবং গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে বিএসটিআই জেলা কার্যালয় ,ফরিদপুর এ একটি সার্ভিল্যান্স অভিযানসহ ওজনযন্ত্রের যাচাই ও ভেরিফিকেশন কাজ পরিচালনা করা হয়।
অদ্য ২৭-০৩-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরুপঃ
০১. মেসার্স মোল্যা অটো, সাউথ চায়না কর্পোরেশন, আল মদিনা অটো ব্যাটারি এবং চায়না অটো ব্যাটারী, পূর্ব গঙ্গাবর্দী,মেইনরোড, ফরিদপুর এর ইজিবাইকের ব্যাটারি পণ্যের সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন লাইসেন্স সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়।তাছাড়া এসব দোকানের ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
০২. নূরানী ট্রেডার্স, হক ইলেক্ট্রনিক, আলম ইলেক্ট্রনিক, ইউনিক ইলেক্ট্রনিক এবং ক্রাউন ইলেকট্রনিক, তিতুমীর মার্কেট, ফরিদপুর এর বিভিন্ন ইলেকট্রনিকস আইটেম (ফ্যান, লাইট, সুইচ, ইলেক্ট্রিক আইরন) এর সিএম লাইসেন্স যাচাই করা হয়।
০৩. মার্সেল নাশনাল ট্রেডার্স এর বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের লাইসেন্স সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব এস এম তালাত মাহমুদ, উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, প্রকৌ: শশী কান্ত দাস সহকারী পরিচালক (সিএম), জনাব মোসাঃ আলেয়া খাতুন, সহকারী পরিচালক (মেট) ও জনাব মোঃ রিয়াজুল আলম রিফাত ,পরীক্ষক(রসায়ন) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস