**ভ্রাম্যমাণ আদালত**
**(পন্যের মান নিয়ন্ত্রন)**
**বিএসটিআই, ফরিদপুর**
অদ্য ২৭/০৯/২০২২ খ্রিঃ তারিখে রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ উপজেলায় ০১(এক) টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্টে মেসার্স জমজম আইসক্রীম ফ্যাক্টরী, সদর, রাজবাড়ী এর আইসক্রীম পণ্য এবং মেসার্স মা ফুড প্রোডাক্টস, গোয়ালন্দ, রাজবাড়ী এর পাউরুটি, বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ব্যতিত বাজারজাত করায় ও লাইসেন্স আছে মর্মে মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক ১০,০০০/- (দশ হাজার) টাকা করে মোট ২০,০০০/- ( বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুরের কর্মকর্তা প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস