Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ৩০-১০-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর ও মধুখালী উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
বিস্তারিত

অদ্য ৩০-১০-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর ও মধুখালী উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযানে নিম্নলিখিত প্রতিষ্ঠানে সরিজমিনে পরিদর্শন করা হয়।

১. কানাইপুর অটো ব্রিকস লিঃ, নারায়ণপুর, আনন্দনগর, সদর, ফরিদপুর (পণ্য: অটো ক্লে-ব্রিকস) প্রতিষ্ঠানকে দ্রুত গুণগত মানের সিএম লাইসেন্স নবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়।

২. প্রতাশা ব্রিকস ফিল্ড, ভুয়ারকান্দি, সদর, ফরিদপুর (পণ্য: ক্লে-ব্রিকস) প্রতিষ্ঠানকে দ্রুত গুণগত মানের সিএম লাইসেন্স নবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়।

৩. আলতু খান জুট মিলস লিমিটেড, পরীক্ষিতপুর, মধুখালী, ফরিদপুর (পণ্য: জুট ব্যাগস) প্রতিষ্ঠানের কারখানা সরিজমিনে পরিদর্শন করা হয়।

৪. রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিঃ, আশাপুর, মধুখালী, ফরিদপুর (পণ্য: জুট ব্যাগস) প্রতিষ্ঠানের কারখানা সরিজমিনে পরিদর্শন করা হয়।

৫. রাসেল জুট মিলস লিঃ, দীঘলিয়া, মধুখালী, ফরিদপুর (পণ্য: জুট ব্যাগস) প্রতিষ্ঠানের কারখানা সরিজমিনে পরিদর্শন করা হয়।

উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) ও জনাব প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/10/2024
আর্কাইভ তারিখ
29/10/2026